সোমবার, ২৪ জুন, ২০১৩

“gpmms” এ data connection না আসার আরেকটি সমাধান + ফ্রি নেটে ফুল স্পিড + সাথে থাকছে Internet Speed Meter

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । আমি প্রথম যে টিউন করেছিলাম সেখানে
কিছু কমেন্ট ছিল যে - অনেকের মোবাইলে *#*#4636#*#* কোডটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না ।
আজকে তাদের সমস্যার সমাধান হবে , পাশাপাশি যারা কোডটি ব্যবহার করে gpmms এ data
connection এনেছেন এবং ফ্রি নেট ব্যবহার করছেন তারা ফুল স্পিডে ফ্রি নেট ব্যবহার করতে
পারবেন । সকল android ব্যবহারকারী নিচের পদ্ধতি ব্যবহার করবেন যদি আপনি ফাস্ট ব্রাউজ
করতে চান ।
কাজটি ২ উপায়ে করা যাবে । আপনার জন্য যে পদ্ধতি কাজ করবে / সহজ হবে আপনি সেটি ব্যবহার
করুন ।
* পদ্ধতি ১ - Recovery mode এ Toggle2G-v0.3.5-Update  flash দিয়ে ।
১। প্রথমে এখান থেকে Toggle2G-v0.3.5-Update (172 kb ) zip ফাইলটি download করুন ।
জিপ অবস্থায় ফাইলটি SD CARD এ নিন ।
২। এরপর Recovery mode এ প্রবেশ করুন ।
৩। এবার install zip from sd card select করুন ।
৪। choose zip from sd select করুন ।
৫। এবার আপনার sd card থেকে Toggle2G-v0.3.5-Update জিপ ফাইলটি সিলেক্ট করে দিন ।
সিলেক্ট করার জন্য Home button ব্যবহার করুন । কিছুক্ষন অপেক্ষা করুন তাহলে এই
ম্যাসেজ দেখাবে - "Install form sdcard complete".
৬। এবার "reboot system now"  সিলেক্ট করুন ।
এই পদ্ধতিটি আপনার সেটে সাপোর্ট করলে app drawer এ একটি app যোগ হবে যার নাম -
Toggle 2G .
*দ্বিতীয় পদ্ধতি - Toggle 2G Plug-in.apk install দিয়ে ।
১) প্রথমে এখান থেকে Toggle 2G Plug-in.apk download করুন ।
২) Toggle 2G Plug-in.apk install দিন ।
এতক্ষণে আপনি উপরের যেকোন  ১ টি পদ্ধতি ব্যবহার করেছেন ।
ক) এবার আপনি app drawer থেকে Toggle 2G / Toogle 2G Plugin open করুন ।
খ) নিচের ছবির মত Auto manage network এ টিক দিন । When to activate Fast
Network - always করে দিন ।

গ) Fast network - GSM Auto (PRL)(2G/3G)  select করুন ।

ঘ) ফোন restart দিন ।
এবার Fast স্পিডে নেট ব্যবহার করুন ।
Internet Speed Meter Lite -
* প্রথমে এখান থেকে download করুন ।
* ইন্সটল দিন ।
* ওপেন করুন । সেটিং থেকে Speed Units- Bytes per second করে দিন ।

এটি আপনার প্রতিদিনের , প্রতিমাসের ডাটা খরচের হিসাব রাখবে । টাস্ক বারে ইন্টারনেট স্পিড
দেখাবে । ইত্যাদি............

বিঃদ্রঃ যারা orbot ব্যবহার করেন তাদের জন্য বলছি - অনেক সময় web page লোড হতে চায় না ।
কারন orbot sleep মোডে চলে যায় । আপনি শুধু টাস্ক বার থেকে orbot ওপেন করে আবার
মিনিমাইজ করে রাখুন । এবার web page লোড করুন , হয়ে যাবে । অপেরা মিনিতে image quality
low দিন । যেকোন পেজ লোড হওয়ার সময় পেজটি উপরে নিচে/ ডানে বামে move করুন ।
আমার কিছু কথাঃ- এই নিয়ে আমার ৯ টি টিউন প্রকাশ হলো । কিন্তু আপনাদের কমেন্ট পায় না ।
বুঝি না আপনারা উপকৃত হন নাকি হন না । কমেন্ট করে জানালে খুশি হব । আর পরবর্তী টিউন গুলো
কি বিষয়ে করলে ভালো হয় জানালে ঐ বিষয়ে টিউন করার চেষ্টা করব ।
সবাই ভালো থাকবেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন