সোমবার, ২৪ জুন, ২০১৩

“gpmms” এ data connection না আসার আরেকটি সমাধান + ফ্রি নেটে ফুল স্পিড + সাথে থাকছে Internet Speed Meter

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভালো আছেন । আমি প্রথম যে টিউন করেছিলাম সেখানে
কিছু কমেন্ট ছিল যে - অনেকের মোবাইলে *#*#4636#*#* কোডটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না ।
আজকে তাদের সমস্যার সমাধান হবে , পাশাপাশি যারা কোডটি ব্যবহার করে gpmms এ data
connection এনেছেন এবং ফ্রি নেট ব্যবহার করছেন তারা ফুল স্পিডে ফ্রি নেট ব্যবহার করতে
পারবেন । সকল android ব্যবহারকারী নিচের পদ্ধতি ব্যবহার করবেন যদি আপনি ফাস্ট ব্রাউজ
করতে চান ।
কাজটি ২ উপায়ে করা যাবে । আপনার জন্য যে পদ্ধতি কাজ করবে / সহজ হবে আপনি সেটি ব্যবহার
করুন ।
* পদ্ধতি ১ - Recovery mode এ Toggle2G-v0.3.5-Update  flash দিয়ে ।
১। প্রথমে এখান থেকে Toggle2G-v0.3.5-Update (172 kb ) zip ফাইলটি download করুন ।
জিপ অবস্থায় ফাইলটি SD CARD এ নিন ।
২। এরপর Recovery mode এ প্রবেশ করুন ।
৩। এবার install zip from sd card select করুন ।
৪। choose zip from sd select করুন ।
৫। এবার আপনার sd card থেকে Toggle2G-v0.3.5-Update জিপ ফাইলটি সিলেক্ট করে দিন ।
সিলেক্ট করার জন্য Home button ব্যবহার করুন । কিছুক্ষন অপেক্ষা করুন তাহলে এই
ম্যাসেজ দেখাবে - "Install form sdcard complete".
৬। এবার "reboot system now"  সিলেক্ট করুন ।
এই পদ্ধতিটি আপনার সেটে সাপোর্ট করলে app drawer এ একটি app যোগ হবে যার নাম -
Toggle 2G .
*দ্বিতীয় পদ্ধতি - Toggle 2G Plug-in.apk install দিয়ে ।
১) প্রথমে এখান থেকে Toggle 2G Plug-in.apk download করুন ।
২) Toggle 2G Plug-in.apk install দিন ।
এতক্ষণে আপনি উপরের যেকোন  ১ টি পদ্ধতি ব্যবহার করেছেন ।
ক) এবার আপনি app drawer থেকে Toggle 2G / Toogle 2G Plugin open করুন ।
খ) নিচের ছবির মত Auto manage network এ টিক দিন । When to activate Fast
Network - always করে দিন ।

গ) Fast network - GSM Auto (PRL)(2G/3G)  select করুন ।

ঘ) ফোন restart দিন ।
এবার Fast স্পিডে নেট ব্যবহার করুন ।
Internet Speed Meter Lite -
* প্রথমে এখান থেকে download করুন ।
* ইন্সটল দিন ।
* ওপেন করুন । সেটিং থেকে Speed Units- Bytes per second করে দিন ।

এটি আপনার প্রতিদিনের , প্রতিমাসের ডাটা খরচের হিসাব রাখবে । টাস্ক বারে ইন্টারনেট স্পিড
দেখাবে । ইত্যাদি............

বিঃদ্রঃ যারা orbot ব্যবহার করেন তাদের জন্য বলছি - অনেক সময় web page লোড হতে চায় না ।
কারন orbot sleep মোডে চলে যায় । আপনি শুধু টাস্ক বার থেকে orbot ওপেন করে আবার
মিনিমাইজ করে রাখুন । এবার web page লোড করুন , হয়ে যাবে । অপেরা মিনিতে image quality
low দিন । যেকোন পেজ লোড হওয়ার সময় পেজটি উপরে নিচে/ ডানে বামে move করুন ।
আমার কিছু কথাঃ- এই নিয়ে আমার ৯ টি টিউন প্রকাশ হলো । কিন্তু আপনাদের কমেন্ট পায় না ।
বুঝি না আপনারা উপকৃত হন নাকি হন না । কমেন্ট করে জানালে খুশি হব । আর পরবর্তী টিউন গুলো
কি বিষয়ে করলে ভালো হয় জানালে ঐ বিষয়ে টিউন করার চেষ্টা করব ।
সবাই ভালো থাকবেন ।

রবিবার, ১৬ জুন, ২০১৩

জিপি ব্যবহারকারীদের জন্য একটা সুখবর।

জিপি ব্যবহারকারীদের
জন্য
একটা সুখবর।
০২
মে ২০১৩ থেকে বন্ধ
থাকা জিপি সিম চালু মাত্র
১১টাকা রিচার্জ
করলে আপনি পাবেন
১০০ MB
সাথে থাকছে ১০০%
বোনাস টকটাইম। MB
এর মেয়াদ 30 দিন।
MB
পাবেন এক বারই
এবং টকটাইম পাবেন
যত বার রিচার্জ তত বার।
আপনি এই অফারের
আওতাভুক্ত
কিনা জানতে check
লিখে 9999 এ মেসেজ
করেন।

শনিবার, ১৫ জুন, ২০১৩

UNLIMITED BANDWITH FREE NET IN ANDROID [Root]

এত দিন অ্যান্ড্রয়েড মোটামুটি সবাই
ফ্রি ইন্টারনেট ব্যাবহার করেছেন
pd-proxy দিয়ে। কিছুদিন
আগে গ্রামীন ফোন থেকে pd-proxy
দিয়ে যারা ফ্রী ইন্টারনেট ব্যাবহার
করতে পারছেন না তাদের জন্য
নিয়ে আসলাম আরেকটি নতুন পদ্ধতি।
এটি তে ব্যান্ডউইথ এর কোন লিমিট
নেই।
(বিঃদ্রঃ ফ্রী ইন্টারনেট ব্যাবহার
করতে হলে আপনার ডিভাইসটি রুট
করা থাকতে হবে। ফ্রী ইন্টারনেট
ব্যাবহার করার জন্য আপনার
নতুন ইন্টারনেট সেটিংস
লাগবে, এইজন্য আপনার
অ্যান্ড্রয়েড এর সেটিংস এ
যান। এবং নতুন Access Point
খুলুন।
নাম দিন
Name = Free
APN = gpmms
Proxy = 10.128.1.2
Port = 8080
এইবার save দিয়ে চলে আসুন।
এবং APN টি এক্টিভ করুন।
এবার অন্য ধাপ সম্পন্ন করুন।
প্রথমে orbot ডাউনলোড করুন
> >orbot<<
এবার ইন্সটল করে orbot
অ্যাপ্লিকেশনটি ওপেন করুন।
এবার Connected to the
tor network. জায়গাটি ট্যাপ করুন,
সেটিংস আসবে।
সেটিংস আসার পর নিচে নামুন এবং
Transparent proxying (Requires
Root) মেনু এর Transparent
Proxying [ ] এবং Tor Everything
[ ] চেক বক্স এ চেক করুন ।
এবার Outbound Network proxy
মেনু তে যান।
এবং Outbound Proxy Type এ
HTTPS দিন। Outbound Proxy
Host এ 10.128.1.2 এবং Outbound
Proxy Port এ 8080 দিন।
ব্যাস আপনার কাজ শেষ। এবার ব্যাক
করে মেইন উইন্ডো তে ফিরে আসুন।
মাঝ বরাবর যেই আইকন
আছে তাতে কিছুক্ষন ট্যাপ
করে ধরে রাখুন। আপনার কাছে রুট
পারমিশন চাইলে পারমিশন দিন।
এরপর দেখবেন হলুদ রঙ ধারন
করেছে আইকন টি। একটু অপেক্ষা করুন।
আইকনটি সবুজ হলে বুঝবেন আপনার
নেটওয়ার্ক কানেক্টেড।
এবার উপভোগ করুন ফ্রী ইন্টারনেট।
প্লে স্টোর, অপেরা এবং যেই সব
অ্যাপ্লিকেশনে এবার ইন্টারনেট
ব্যাবহার করতে পারবেন কোন লিমিট
ছাড়া। তবে একটু স্লো।
স বচেয়ে মজার বিষয়
হলো একবার কানেক্ট
করলে আপনি মোবাইল বন্ধ
না করা পর্যন্ত যত বার
খুশি ডাটা ডিজেবল
এবং এন্যাবল করতে পারবেন
এবং বার বার কানেক্ট করার
ঝামেলা নেই। সুধু মোবাইল বন্ধ
করলে পুনরায় Orbot এক্টিভ
করা লাগবে.

লিংক:here

বাংলাদেশের সকল android ব্যবহারকারীদের জন্য “gpmms” এ data connection না আসার সমাধান

আমি আজকে যে বিষয়ে লিখব তা খুব সংক্ষিপ্ত কিন্তু  গুরুত্বপূর্ণ । কারন আমরা যারা android ব্যবহার করি তাদের মধ্যে বেশীর ভাগ ব্যবহারকারীরই ” mms ” problem হয় । যেমন -  mms আদান প্রদান ,  apn – mms  , default হিসেবে select করা ইত্যাদি । বর্তমানে আপনারা সবাই জানেন grameenphone এ gpmms  setting দ্বারা ফ্রি ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে । কিন্তু  android ব্যবহারকারীদের অনেকেই এই সুবিধা নিতে পারছেন না । কারন আপনি যখন apn “gpmms” দেন তখন আপনার ফোনের data connection off হয়ে যায় । অনেকে হয়ত আপনাকে বলে বারবার data on/off  করতে কিংবা mobile ap on/off করতে । কিন্তু তাতেও কাজ হয়না , বিশেষ করে যারা custom rom ব্যবহার করেন অথবা samsung brand এর মোবাইল ব্যবহার করেন ।  এখন আপনি যা করবেন -
New apn তৈরি করুন wireless setting এ গিয়ে নিচের মত -
apn name- আপনার মনের মত যা খুশি দিন
apn- gpmms
proxy- 10.128.1.2
port-8080
apn type- default
এরপর save করুন । এবং এইমাত্র যে apn create করলেন তা default হিসেবে সিলেক্ট করুন ।
এবার আসল কাজটি আপনি করবেন । আপনার dail pad / যেখানে মোবাইল নং চেপে আপনি কাউকে কল দেন সেখানে , লিখুন  *#*#4636#*#* তাহলে নিচের ছবির মত option আসবে ।
 আপনি Phone information এ প্রবেশ করুন । সেখানে নিচের দিকে আপনি একটি option পাবেন যেখানে লিখা আছে – set preferred network type এবং তা GSM only default করা আছে  , আপনি সেটা পরিবর্তন করে “GSM auto(PRL) ‘ করে দিবেন নিচের ছবির মত ।

আপনার কাজ শেষ । কিছুক্ষণ অপেক্ষা করুন / মোবাইল restart দিন data connection চলে আসবে , আর কখনও mms setting নিয়ে আপনাকে কষ্ট করতে হবে না ।
এবার enjoy করুন ফ্রি নেট । ফ্রি নেটের জন্য ইন্টারনেটে অনেক লেখা / পরামর্শ পাবেন । rooted/ unrooted সকল ফোনে ফ্রি নেট ব্যবহার করা যায় ।
ভুল হলে ক্ষমা করবেন । এরপর আমার পোস্ট -  কীভাবে কোনরকম disconnect ছাড়া gpmms setting দ্বারা big big file download করবেন ।